ফেনীতে নিম্নমানের কাজে বাধা দেয়ায় প্রকৌশলীকে ঠিকাদার ও তার সহযোগীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।
সদর উপজেলার ভূমি অফিসে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সমেশ আলী নিউজবাংলাকে বলেন, ‘ফেনী সদর উপজেলার বিভিন্ন স্থানে ৫০টি টিউবওয়েল স্থাপনের টেন্ডার পান ঠিকাদার হুমায়ুন কবীর। ৯ ফেব্রুয়ারি থেকে ভূমি অফিসের কাজ শুরু হয়। যেখানে ৭২০ ফুট পর্যন্ত পানির পাইপ দেয়ার কথা, সেখানে তারা ৫৬০ ফুট পর্যন্ত দিয়েছেন। যে পাইপগুলো কেনা হয়েছে সেগুলো অত্যন্ত নিম্নমানের। পানির চাপে দ্রুতই ফেটে যাবে। এ ছাড়া পাম্পও নিম্নমানের। আমি এই অভিযোগগুলো পেয়ে ভূমি অফিসে যাই।
‘তাদের ঠিকভাবে কাজ করার কথা বললে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। তারপর হুমায়ুন ও তার সহযোগীরা মিলে আমাকে মারধর করেন।’
মারধরে আহত সমেশ আলীকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তিনি ফেনী মডেল থানায় চার জনের বিরুদ্ধে মামলা করেন।
প্রকৌশলীকে মারধর করা ঠিকাদার হুমায়ুন কবীর। ছবি: নিউজবাংলাথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পুলিশ ভূমি অফিসের লোকজনের সহায়তায় রাতেই হুয়ায়ুন, মো. জিলানী ও দেলোয়ারকে গ্রেপ্তার করেছে। আইয়ুব মিস্ত্রী নামে এক জন পালিয়ে গেছেন। তাকে ধরার চেষ্টা চলছে।