চুয়াডাঙ্গায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি অবৈধ ইটভাটার মালিককে ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দামুড়হুদা উপজেলায় বৃহস্পতিবার দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আতাউর রহমান জানান, অবৈধভাবে ইটভাটা নির্মাণের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে ওই ছয় ইটভাটাকে জরিমানা করা হয়।
এর মধ্যে দেশ ব্রিকসকে ৫ লাখ টাকা, বস ব্রিকসকে ৭ লাখ, নিউ বোস ব্রিকসকে ৬ লাখ, লাবনী ব্রিকসকে ৭ লাখ, রেড-২ ব্রিকসকে ৭ লাখ ও মডার্ন ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান ও সহকারী পরিচালক কমল কুমার বর্মণ। এতে সহযোগিতা করে ঝিনাইদহ র্যাব-৬ ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।