চট্টগ্রাম জেলার পঞ্চম যুগ্ম জেলা ও দায়রা জজের ওপর হামলার ঘটনায় করা মামলায় ১০ বছর আগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এক নেতার ছেলেকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
অতিরিক্ত মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি আলী আকবর আদালতে উপস্থিত ছিলেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ বলেন, ‘বিচারক জহির হোসেনের ওপর হামলার ঘটনায় গত বছর ২১ ডিসেম্বর করা মামলায় দুই জনকে আসামি করা হয়েছিল। পুলিশ দুই জনকে আসামি করে ১২ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দেয়।
‘তবে আজকে শুনানি শেষে আদালত শুধু হাজী ইকবালের ছেলে আলী আকবরকে সাজা দিয়েছে। অপর আসামি আলী হোসেন জিসানকে আদালত খালাস দিয়েছে।’
মামলার সূত্র থেকে জানা যায়, গত বছর ৯ ডিসেম্বর পতেঙ্গা সমুদ্র সৈকতে উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় চট্টগ্রামের পঞ্চম যুগ্ম জেলা ও দায়রা জজ জহির হোসেনের ওপর হামলা হয় বিকেল সাড়ে ৪টার দিকে। ওই ঘটনায় আলী আকবর ও তার সহযোগী হাসান আলী জিসানকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
এদের মধ্যে আলী আকবর যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার আসামি। তার বাবা হাজী ইকবালও একই মামলার আসামি। বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী ইকবালকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য ১০ বছর আগে বহিষ্কার করা হয়। তবে এলাকায় তিনি এখনো আওয়ামী লীগ নেতা পরিচয় দেন।
বিচারক জহির হোসেনের গাড়িচালক রাজু শেখ বাদি হয়ে ওই দুই জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। এ মামলায় গ্রেপ্তার পরবর্তী আদালতের আদেশে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। বিচারকের ওপর হামলা, মামলা, তদন্ত, আদালতে অভিযোগপত্র দেয়া এবং সর্বশেষ রায় সবকিছুই সম্পন্ন হতে সময় লেগেছে দুই মাস।