বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আড়াইহাজারে তাঁতী খুন

  •    
  • ১১ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:৩৭

আড়াইহাজার থানার উপপরিদর্শক মো. সজিব জানান, মজিবুরের কপাল, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মজিবুর রহমান নামে এক তাঁতীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলুমদী কান্দাপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

৫০ বছর বয়সী মজিবুর রহমান কান্দাপাড়া গ্রামের নুরুল হকের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক।

নুরুল হক জানান, বুধবার সন্ধ্যায় বোরো ধান রোপণের জন্য বাজার থেকে সার ও গরুর ভুসি এনে ঘর থেকে বের হন মজিবুর। সারা রাত ঘরে ফেরেননি তিনি।নুরুল আরও জানান, বৃহস্পতিবার সকালে গ্রামের লোকজন তাকে জানান, মজিবুরের মরদেহ বাড়ি থেকে একটু দূরে চকের মধ্যে পড়ে আছে। এরপর তারা সেখানে যান। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

আড়াইহাজার থানার উপপরিদর্শক মো. সজিব জানান, মজিবুরের কপাল, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম নিউজবাংলাকে জানান, মজিবুরের স্ত্রী নাজমা বেগম অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিভাগের আরো খবর