ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উপজেলার বাঘাডাঙ্গা পূর্বপাড়া থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের পরিচালক কামরুল আহসান বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান।
তিনি জানান, কয়েকজন বাংলাদেশির অবৈধভাবে ভারতে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করায় ১৭ জনকে এবং তাদের সহযোগিতার জন্য বাকি দুজনকে আটক করা হয়।
ওই ১৯ জনের মধ্যে ১১ জন পুরুষ, ছয় জন নারী ও দুই শিশু রয়েছে। তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল, কুষ্টিয়া ও বাগেরহাট জেলায়।
বৃহস্পতিবার সকালে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করে মামলা করে বিজিবি। মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।