দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে র্যাব।
হিলির বাসস্ট্যান্ড থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার শালগরিয়া গ্রামের গোলাম মোস্তফা বাবু ও তার স্ত্রী মালেকা বানু।
জয়পুরহাট-৫ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৮৭টি ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকদ্রব্য ও ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
গতকাল রাতে তাদের বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।