অসুস্থ মাকে নিয়ে নানার বাড়িতে গিয়েছিল ১১ বছরের শিশু নূরী আক্তার। মাকে সেখানে রেখে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারিয়েছে শিশুটি।
লালমনিরহাটের দুরাকুটির ভাটাপাড়ার সড়কে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির নানা আব্দুর রশীদ ও রিকশাচালক হবিবর রহমান আহত হয়েছেন।
নিহত নূরী ভেলাবাড়ীর মরিচবাড়ি এলাকার নজির হোসেনের মেয়ে। স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত সে।
পুলিশের ভাষ্য, লালমনিরহাটের মোগলহাট কর্ণপুরে নানার বাড়িতে অসুস্থ মাকে রেখে রিকশায় নানার সঙ্গে নিজ বাড়িতে ফিরছিল নূরী। পথে দুরাকুটির ভাটাপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে তাদের অটোরিকশাটিকে ধাক্কা দেয় বালুভর্তি একটি ট্রাক্টর। এতে ঘটনাস্থলেই নূরীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত দুই জনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সমিরন কুমার বর্মণ জানান, আহত দুই জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের বর্তমান অবস্থা ভালো।
এদিকে দুর্ঘটনার পরই ট্রাক্টরচালক পালিয়েছেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।