রাজবাড়ীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে এতিমখানার শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শারমিন নিগার বুধবার দুপুরে এ রায় দেন।
দণ্ড পাওয়া রবিউল ইসলাম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খালিয়া মধুপুর গ্রামের বাসিন্দা। ওই এলাকার পারিজাত এতিমখানা ও বৃদ্ধাশ্রমের শিক্ষক ছিলেন তিনি।
মামলা থেকে জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পারিজাত এতিমখানা ও বৃদ্ধাশ্রমের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন রবিউল। এ ছাড়া ওই এতিমখানার আরও ছাত্রীকে যৌন হয়রানি করেন।
যৌন নির্যাতন করে সে দৃশ্যের ভিডিও ধারণ করতেন তিনি। ঘটনা জানাজানি হওয়ার পর ওই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ বালিয়াকান্দি থানায় একটি মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা রবিউলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক রবিউলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষে মামলার আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি উমা সেন। রায়ের পর তিনি সন্তোষ প্রকাশ করেছেন।