ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘরের সামনে থুতু ফেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে রুহেল মিয়া নামের আপন চাচাতো ভাইকে খুন করেছে কাউসার মিয়া।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মুকীরটুলা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ৩০ বছর বয়সী রুহেল মুগোলটুলা গ্রামের লিয়াকত মিয়ার ছেলে।
লিয়াকত মিয়া অভিযোগ করে জানান, রুহেল মিয়ার সঙ্গে চাচাতো ভাই কাউসার মিয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। মঙ্গলবার রাতে কাউসার তার চাচাতো ভাই রুহেলের ঘরের সামনে থুতু ফেলেন। রুহেল ঘরের সামনে থুতু ফেলার প্রতিবাদ করলে কাউসার, তার ভাই বক্কর এবং রুহেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
তিনি জানান, কিছু পরে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে কাউসার রুহেলকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে রুহেলকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক আরিফুজ্জামান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারাল অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে।’
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক দ্বন্দ্ব থেকেই রুহেলকে তার দুই চাচাতো ভাই মিলে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে দুই চাচাতো ভাইকেই আটক করা হয়েছে।