সাত বস্তায় ১৪ লাখ ইয়াবাসহ আটক জহিরুল ইসলাম ফারুকের দেয়া তথ্যে আরও দুই বস্তা ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এই দুই বস্তায় ৩ লাখ ৭৫ হাজার ইয়াবা পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে ফারুকের চাচাশ্বশুর নুনিয়াছড়ার ছৈয়দ হোসেনের বাড়ি থেকে। এ সময় ছমিরা বেগম নামে ওই বাড়ির এক গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, চৌফলদণ্ডী ব্রিজ এলাকা থেকে ১৪ লাখ ইয়াবাসহ আটক জহিরুল ইসলাম ফারুকের চাচাশ্বশুর নুনিয়াছড়ার ছৈয়দ হোসেনের বাড়ি থেকে আরও ৩ লাখ ৭৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। সেখানে দুটি বস্তায় ইয়াবাগুলো রাখা ছিল।
তিনি বলেন, ‘ফারুকের দেয়া স্বীকারোক্তিতে বিকেল ৫টার দিকে নুনিয়াছড়ার তার বাড়ি থেকে দুই বস্তা ভর্তি ১ কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকা উদ্ধার করা হয়। ওই সময় ফারুকের শ্বশুর ও এক শ্যালককে আটক করা হয়।’
পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, ১৪ লাখ ইয়াবাসহ আটক হওয়া জহিরুল ইসলাম ফারুককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা রাখার কথা স্বীকার করেন। পরে দ্বিতীয় দফায় তার চাচাশ্বশুর ছৈয়দ হোসেনের বাড়িতেও অভিযান চালানো হয়।