ফরিদপুরে নিখোঁজের ছয় দিন পর উদ্ধার হয়েছে এক শিশুর মরদেহ। উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া এলাকার আড়িয়াল খাঁ নদের পাশের ধানক্ষেত থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
চার বছরের রোমান বেপারী দুলাল মাতুব্বরের ডাঙ্গী গ্রামের আব্দুর রহিম বেপারীর ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আকবর, রহিম শেখ ও সজল নামের তিন জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, নিহত রোমানের বাবা রহিম বেপারী ঢাকায় দর্জির কাজ করেন। সেই সূত্রে স্বপরিবারে রাজধানীতে বাস করেন। গত ৩১ জানুয়ারি রোমানের নানী মারা গেলে গ্রামে আসেন তারা। ৪ ফেব্রুয়ারি দোয়া মাহফিল থেকে নিখোঁজ হন রোমান।
নিহত রোমানের বাবা রহিম বেপারী জানান, একই গ্রামে বিয়ে করছেন তিনি। শাশুড়ির মৃত্যুতে স্বপরিবারে গ্রামে এসেছিলেন। শাশুড়ির দোয়া মাহফিল থেকে নিখোঁজ হয় রোমান।
তিনি আরও জানান, দীর্ঘদিন জমি নিয়ে চাচাতো শালী আনোয়ারা বেগম, মনোয়ারা বেগম ও নাসিমা বেগমের সঙ্গে বিরোধ চলছিল। দোয়া মাহফিল অনুষ্ঠানে তারা সবাই ছিল। ওরাই তার সন্তানকে অপহরণ করে হত্যা করেছে।
এ বিষয়ে সদরপুর থানা পুলিশের উপপরিদর্শক মো. মাসুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে পানিতে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে শিশুটিকে। জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।