জয়পুরহাটে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন সাজা এবং এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রুস্তম আলী এ আদেশ দেন।
ওই যুবকের বাড়ি জেলার পাঁচবিবি উপজেলায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফিরোজা চৌধুরী মামলার বরাত দিয়ে সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ২৭ জুন জহুরুল ইসলাম রিপন একই এলাকার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তার (ছাত্রীর) বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তিনি পালিয়ে যান।
ওই দিনই মেয়েটির মা পাঁচবিবি থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান ঘটনার তিন মাসের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেন।
এ মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। মঙ্গলবার আদালত রিপনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন। এ সময় রিপন আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী রায়হান নবী জানান, তারা এ ঘটনায় উচ্চ আদালতে আপিল করবেন।