বগুড়ার শাজাহানপুরে সনাতন চন্দ্র হত্যা মামলায় দুই জনের ফাঁসি ও তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকেলে বগুড়ার অতিরিক্ত ও দায়রা জজ বেগম ইসরাত জাহানের আদালত এই রায় দেন।
ফাঁসির দণ্ডিত হলেন, শাজাহানপুরের গন্ডগ্রাম দক্ষিণপাড়ার বিপুল ও বগুড়া শহরের সূত্রাপুরের অরুন। যাবজ্জীবন দণ্ডিতরা হলেন রাজিব সরকার, রাফিউল ইসলাম রনি ও আলম।
পুলিশ জানায়, ২০১৬ সালের ২ এপ্রিল রাতে শাজাহানপুরের গণ্ডগ্রামে হরিবাসরে ধর্মীয় অনুষ্ঠান চলার সময় মেয়েদের উত্ত্যক্ত করেন আসামিরা। তখন বাধা দেন সনাতন চন্দ্র। কথা-কাটাকাটির এক পর্যায়ে সনাতনকে ছুরি মারেন আসামিরা। সে দিনই রাত ১১টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক সনাতনকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের বাবা সুরথ চন্দ্র ছয় জনের নামে শাজাহানপুর থানায় মামলা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী বিনয় কুমার ঘোষ জানান, সনাতন চন্দ্র সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে কাজ করতেন। হত্যার ২৮ দিন আগে তিনি দেশে এসেছিলেন। রায়ে সন্তুষ্টি জানিয়েছে সনাতনের পরিবার।