বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বামীর মরদেহ উদ্ধারের এক ঘণ্টা পর মিলল স্ত্রীর লাশ

  •    
  • ৯ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:৩০

ঠাকুরগাঁও সদর থানা-পুলিশের ওসি তানভিরুল ইসলাম জানান, সদরের টাঙ্গন নদীর পাশ থেকে সাইদুলের মরদেহ দেখে ৯৯৯ নম্বরে ফোন করেন স্থানীয় লোকজন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রায় এক কিলোমিটার দূরে আসমার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

ঠাকুরগাঁও সদরে টাঙ্গন নদীর পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের এক ঘণ্টা পর পাওয়া গেল তার স্ত্রীর মরদেহও।

সদর উপজেলার আঁকচা ইউনিয়নের কাজিবস্তি এলাকায় মঙ্গলবার সকালে পাওয়া যায় সাইজুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী আসমা বেগমের মরদেহ।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে নদীর পাশে সাইদুলের মরদেহ দেখে ৯৯৯ নম্বরে ফোন করেন স্থানীয় লোকজন। সদর থানার পুলিশ সদস্যরা সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। তার মুখে ফেনা ছিল। ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে প্রায় এক কিলোমিটার দূরে আসমার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

ওসি বলেন, সুরতহালে সাইজুলের মুখে বিষের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন সাইজুল।

ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম নিউজবাংলাকে বলেন, সাইজুলের প্রথম স্ত্রীর ঘরে দুই মেয়ে আর এই স্ত্রীর ঘরে এক ছেলে আছে। নিজের বসতভিটাটি ছেলের নামে লিখে দিতে সাইজুলকে চাপ দিয়ে আসছিলেন আসমা। একই চাপ আসছিল তার প্রথম স্ত্রীর কাছ থেকেও। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল তাদের মধ্যে।

তবে দুজনের মৃত্যু কীভাবে হয়েছে এ বিষয়ে ধারণা নেই বলে জানান জাহাঙ্গীর।

এ বিভাগের আরো খবর