কিশোরগঞ্জ জেলা কারাগারে মারামারিতে এক আসামি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জেলা কারাগার-১-এ সোমবার রাতে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাইয়ের বাড়ি কিশোরগঞ্জ সদরের শিমুলিয়া গ্রামে। তিনি মাদকের মামলায় কারাগারে ছিলেন।
এ বিষয়ে জানতে জেল সুপার বজলুর রশিদকে একাধিকবার কল করা হলেও তা রিসিভ হয়নি।
তবে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম জানিয়েছেন, কারাগারে মারামারির ঘটনায় এক হাজতি নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের একটি সূত্র নিউজবাংলাকে জানায়, সোমবার রাতে কারাগারের ভেতর আব্দুল হাইয়ের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে তর্কাতর্কি হয় আরেক হাজতি সাইদুর মিয়ার। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখন সাইদুর মিয়া টয়লেট থেকে কাঠের তক্তা এনে আব্দুল হাইকে পেটান। এতে আব্দুল হাইয়ের মৃত্যু হয়।
ওই সূত্র আরও জানায়, মারামারিতে বাধা দিতে গেলে জাহাঙ্গীর নামে আরও এক হাজতি আহত হন। তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে কারাগারে নিয়ে এসেছে কর্তৃপক্ষ।