কিশোরগঞ্জের কটিয়াদী থেকে সাত কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
উপজেলার ভোগপাড়া এলাকা থেকে একটি মিনি ট্রাকসহ সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই জন হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিরাষার ফুলবাড়িয়া এলাকার আবদুল আওয়াল ও কিশোরগঞ্জের লক্ষ্মীপুর এলাকার নাজমুল আলম।
র্যাব-১৪ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শোভন খান জানান, সোমবার রাতে ভোগপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব। এ সময় একটি মিনি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে সাত কেজি গাঁজা পাওয়া যায়।
গ্রেপ্তার দুই জনের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা জানান, ওই দুই জন দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।
এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদক মামলার পর তাদের থানায় সোপর্দ করেছে র্যাব।