বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লামায় নারীকে কুপিয়ে হত্যা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৯ ফেব্রুয়ারি, ২০২১ ১০:০৪

প্রত্যক্ষদর্শী শৈহ্লা সা জানান, এল্যাউ মারমার সঙ্গে থ্যাচিংয়ের বিরোধ অনেক দিনের। সোমবার সন্ধ্যায় তিনি দেখতে পান যে থ্যাচিং হেঁটে একা বাড়িতে ফিরছেন। এ সময় এল্যাউ তাকে ধারাল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই নিহত হন থ্যাচিং।

বান্দরবানের লামায় পূর্ববিরোধের জেরে থ্যাচিং মারমা নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার দায়ে এল্যাউ মারমা নামে তার এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

লামার ৩ নম্বর ফাসিয়াখালী ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের ত্রিডেবা গ্রামে সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে জানান লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী শৈহ্লা সা জানান, এল্যাউ মারমার সঙ্গে থ্যাচিংয়ের (৪৫) বিরোধ অনেক দিনের। সোমবার সন্ধ্যায় তিনি দেখতে পান যে থ্যাচিং হেঁটে একা বাড়িতে ফিরছেন। এ সময় এল্যাউ তাকে ধারাল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই নিহত হন থ্যাচিং।

সহকারী পুলিশ সুপার রেজওয়ানুল জানান, ঘটনার পর পরই এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় এল্যাউকে। হত্যার তার জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এ বিভাগের আরো খবর