কক্সবাজারে চকরিয়ায় তেলবাহী লরির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
চকরিয়ার হারবাং ইউনিয়নের আজিজ নগর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শয়ন নাথ ও শিপন নাথ। তারা চকরিয়ার হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন ।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, তেলবাহী লরিটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে আজিজ নগরের নূর আয়েশা টেক এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে এটি চাপা দেয়। ঘটনাস্থলেই শয়ন ও শিপন নিহত হন।
তিনি আরো জানান, লরিচালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন। জব্দ করা হয়েছ লরি ও মোটরসাইকেলটি।
মরদেহ দুটি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে; আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি আনিসুর।