সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত তাওহীদুল আলম প্রত্যয় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০১৭-১৮ সেশন) শিক্ষার্থী।
সোমবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নয়াবাজার এলাকার স্বপ্নীল নামের একটি মেসের দ্বিতীয় তলার ৬ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তাওহীদুল আলম প্রত্যয়ের বাড়ি মাগুরার মোহাম্মদপুর থানা এলাকায়।
রাতে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা খান জানান, স্বপ্নীল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শিক্ষার্থীরা মেস করে থাকতেন। মেসের ৬ নম্বর কক্ষ থেকে রাত ৯টার দিকে প্রত্যয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা এটাকে আত্মহত্যা বলে ধারণা করছি। মেডিক্যাল রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।’