দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ একই পরিবারের তিন রোহিঙ্গাকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার দুপুরে উপজেলার দেশমা বাজার থেকে তাদের আটক করা হয়।
তিন রোহিঙ্গা হলেন মজিবর হোসেন, তার স্ত্রী সাদেকুন নাহার ও শিশু রহমত হোসেন। তারা জানিয়েছেন, তারা মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন।
স্থানীয় বিনাইল ইউনিয়নের ২ নম্বর সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর মাকসুদা বেগম নিউজবাংলাকে জানান, দুপুরে দেশমা বাজারে তার বাড়ি থেকে বেরিয়ে ওই তিন জনকে রাস্তার পাশে বসে থাকতে দেখেন। এ সময় তাদের ঠিকানা জিজ্ঞেস করলে তারা কিছু বলতে পারেননি। একপর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে বিষয়টি স্থানীয় বিনাইল ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পুলিশ ও বিজিবিকে জানানো হয়।
ফুলবাড়ী-২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফ উল্লাহ আবেদ জানান, ওই তিন জনের কথা এক দোভাষিকে পাঠিয়ে জানা গেছে তারা রোহিঙ্গা। প্রাথমিকভাবে স্বীকার করেছেন তারা ভারতে পালানোর উদ্দেশে সীমান্তে এসেছিলেন।
আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।