পিরোজপুরে রেজাউল করিম রিপন হাওলাদারকে হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান সোমবার দুপুরে এ আদেশ দেন। রায়ে আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও দিতে আদেশ দেয়া হয়েছে।
দণ্ডিতের নাম হাসিবুল ইসলাম কাঞ্চন। ৩৫ বছর বয়সী যুবকের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামে।বাদীপক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন জানান, ৪০ বছর বয়সী রিপন হাওলাদার ইন্দুরকানী উপজেলার চর বলেশ্বর গ্রামের প্রয়াত আব্দুর রহমানের ছেলে। তিনি পত্তাশী কে সি টেকনিক্যাল কলেজের অফিস সহকারী ছিলেন।
২০১৮ সালের ১ নভেম্বর বিকেলে ইন্দুরকানীর পত্তাশী এলাকায় অফিসের কাজ শেষে রেজাউল ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পত্তাশী বাজারে একই এলাকার কাঞ্চন সে সময় রেজাউলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন।
রেজাউলের স্ত্রী নাসরিন আক্তার হাসি ওই দিনই ইন্দুরকানী থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম ২০১৯ সালের ১৬ মার্চ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় দিল।