গাইবান্ধার সাদুল্লাপুরে গাছে ঝুলন্ত অবস্থায় মেহেরুল ইসলাম নামের এক হোটেল কর্মচারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাদুল্লাপুরের হামিন্দপুর গ্রাম থেকে সোমবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মেহেরুল ওই গ্রামের আজল হকের ছেলে।
পুলিশ জানায়, রোববার সকালে বাড়ি থেকে হোটেলে কাজ করতে যান মেহেরুল। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। সকালে হামিন্দপুর গ্রামের ঘাঘট নদীর বাঁধের একটি গাছে গলায় শার্ট পেঁচানো অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা।
সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইমরান খান নিউজবাংলাকে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এদিকে মেহেরুলকে শ্বাসরোধে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
এ বিষয়ে এসআই ইমরান বলেন, এটি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে।