বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিশুসন্তানসহ স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড

  •    
  • ৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:১৮

নিখোঁজের সাত দিন পর আঙ্গিয়াদী এলাকার একটি বিলে সন্তানসহ রহিমার মরদেহ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে। পরে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি স্বামী নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী ও শিশুসন্তান হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম সোমবার সকালে এ রায় দেন।

আসামি নজরুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের পাবদা গ্রামের বাসিন্দা।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী জগেশ্বর রায় বলেন, ন্যায়বিচার হয়েছে। এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী অশোক সরকার বলেন, এ মামলায় আসামি ন্যায়বিচার পাননি। আমার ধারণা এ মামলায় আসামিপক্ষ হাইকোর্টে গেলে ন্যায়বিচার পাবে।

তিনি আরও বলেন, ‘আসামিপক্ষের আর্থিক অবস্থা খারাপ। আজ সন্ধ্যায় আমার চেম্বারে আসলে তখন তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হতে পারব যে তারা হাইকোর্টে যাবেন কি না।’

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, পাবদা গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী রহিমা খাতুনের সঙ্গে অবৈধভাবে নজরুল ইসলাম দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। রহিমা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি তার পরিবারের নজরে আসে।

পরে গ্রামের গণ্যমান্য বক্তিদের উপস্থিতিতে ২০১৬ সালের ১৬ নভেম্বর তাদের বিয়ে হয়। বিয়ের তিন দিন পর রহিমার একটি ছেলে জন্ম নেয়।

২০১৭ সালের ১৩ জানুয়ারি শিশুসন্তানসহ নিখোঁজ হন রহিমা। তার বাড়ির লোকজন এসে খোঁজ নিলে নজরুলের বাড়ির লোকজন জানায়, রহিমা সন্তানসহ এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছেন। রহিমার বাবা ওই আত্মীয়র বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন রহিমা সেখানেও যাননি।

নিখোঁজের সাত দিন পর আঙ্গিয়াদী এলাকার একটি বিলে সন্তানসহ রহিমার মরদেহ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে।

২২ জানুয়ারি রহিমার বড় ভাই আবদুল আউয়াল নজরুলসহ তার পরিবারের চার জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

পরে ১৭ ফেব্রুয়ারি নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন ২০১৮ সালের ২৪ জানুয়ারি নজরুলকে একমাত্র আসামি করে অভিযোগপত্র জমা দেন।

রায় ঘোষণার সময় আসামি নজরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর