সাভারে পরিবেশ দূষণের দায়ে চারটি ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যামাণ আদালত।
রোববার রাত ১০টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব ।
এর আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারের আমিনবাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা ও পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ঢাকা জেলার সাভার উপজেলায় বায়ুদূষণকারী অবৈধ চারটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ২২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে মাটি সংগ্রহের হলফনামা না থাকায় দুইটি ইটভাটাকে ৫ লাখ করে ১০ লাখ টাকা এবং দুইটি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র না থাকায় ৬ লাখ করে ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া এক্সকাভেটর দিয়ে ইটভাটার স্থাপনা সম্পূর্ণরূপে ভেঙে দেয়া হয়। এ ছাড়া ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দেয়া হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব নিউজবাংলাকে বলেন, হাইকোর্টের রিট পিটিশন নং # ৯১৬/২০১৯-এর প্রদত্ত নির্দেশনা অনুযায়ী বায়ুদূষণরোধে অবৈধভাবে পরিচালিত ইটভাটা মেসার্স ফাহাদ ব্রিকসকে ৫ লাখ, মেসার্স ডিবিএস ব্রিকসকে ৫ লাখ, মেসার্স এএসবি ব্রিকসকে ৬ লাখ, মেসার্স বি সি এম ব্রিকসকে ৬ লাখ টাকাসহ মোট ২২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব, পরিদর্শক প্রতীক ইসলাম, পরিদর্শক ফাতেমা-তুজ-জোহরাসহ পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা।