দেশের তিন জেলায় ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহতের খবর পাওয়া গেছে। ফরিদপুর, গোপালগঞ্জ ও জয়পুরহাটে রোববার এসব দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।
ফরিদপুরের মধুখালীতে আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন জন। ঢাকা-খুলনা মহাসড়কে বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।
ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বোয়ালিয়ায় দুপুরে ট্রাকচাপায় নিহত হন তৌফিক আহমেদ শুভ নামে এক প্রকৌশলী।
২৬ বছরের তৌফিক রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে।
তৌফিকের মামা সালাউদ্দিন কাজল জানান, তৌফিক সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে ঢাকা রওনা দেন। দুপুরে মধুখালীর বোয়ালিয়ায় তাকে একটি ট্রাক চাপা দেয়। ফায়ার সার্ভিস সদস্যরা তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার কিছু সময় পর তিনি মারা যান।
প্রকৌশলী তৌফিক আহমেদ শুভ। ছবি: সংগৃহীত
ঢাকা-খুলনা মহাসড়কের ব্রাক্ষণকান্দা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় নিহত হয়েছেন ভানু বেগম নামের এক নারী।
৫০ বছরের ভানু বেগম কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামের বাসিন্দা। বিকেল তিনটার দিকে হানিফ পরিবহনের বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভানু বেগমের।
এ ছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার সরকারি আইনউদ্দিন কলেজের সামনে মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তানিয়া আক্তার নামের এক তরুণীর। দীঘলিয়া গ্রামের বাসিন্দা তানিয়া মোটরসাইকেল থেকে পরে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন জয়নাল হোসেন ইমন নামের এক যুবক।
কোটালীপাড়া-রাজৈর সড়কের দেবগ্রাম এলাকায় বিকাল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, মোটরসাইকেল করে কোটালীপাড়া থেকে মাদারীপুরে যাচ্ছিলেন জয়নাল হোসেন। দেবগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলসহ পাশের খাদে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়নালের।
নিহত জয়নাল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাসিন্দা।
জয়পুরহাটে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় আব্দুল কুদ্দুস নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া-নিশ্চিন্তা সড়কে রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, আব্দুল কুদ্দুস চাঁনপাড়া বাজারে যাচ্ছিলেন। নয়াপাড়া এলাকায় একটি বালুবোঝাই ট্রাক্টর তার মোটরসাইকেলকে চাপা দিলে দিলে গুরুত্বর আহত হন ৫৫ বছরের আব্দুল কুদ্দুস। স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল কুদ্দুস জয়পুরহাট সদর উপজেলার কাদোয়া গ্রামের বাসিন্দা।