বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হামলায় আহত মুদি দোকানি মারা গেছেন

  •    
  • ৭ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৫৬

বাগেরহাট মডেল থানার ওসি আজিজুল বলেন, ‘আহত ব্যক্তি মারা যাওয়ায় বারেক শেখের করা মামলা হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

বাগেরহাট সদরের রাধাভল্বব এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত ইকরাম শেখ নামের এক মুদি দোকানি মারা গেছেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোববার সকালে তিনি মারা যান।

ইকরামের বোনের ছেলে মোহসিন শেখ জানান, ৩১ জানুয়ারি সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে এলাকার সিদ্দিক হাওলাদার ও তার ছেলেদের নেতৃত্বে ইকরামের ওপর হামলা হয়। এ সময় ইকরাম ও মোহসিন শেখ মারাত্মক আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

রাধাভল্ববের খালেক শেখের ছেলে ইকরাম শেখের এলাকার পুঠিমারী সেতুর পাশে মুদি দোকান ছিল। আহত মোহসিন শেখ এলাকার বারেক শেখের ছেলে। তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।মোহসিন শেখের বাবা বারেক শেখ হামলার ঘটনায় সিদ্দিক হাওলাদার, তার ছেলে সবুজ হাওলদার, সজিব হাওলাদার, ইব্রাহিম হাওলাদার, কেবি বাজার এলাকার আবু হোসেনের ছেলে নাসির ও গোবদিয়া এলাকার লতিফকে আসামি করে রাতেই বাগেরহাট মডেল থানায় মামলা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ‘আহত ব্যক্তি মারা যাওয়ায় বারেক শেখের করা মামলা হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

ওসি জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে বিকেলে রাধাভল্বব এলাকায় তাকে দাফন করা হয়েছে।

এ বিভাগের আরো খবর