খুলনা নগরীসহ অঞ্চলটিতে রোববার বৃষ্টি হয়েছে। খুলনায় এদিন সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি কিছুটা বাড়ে এবং ৩টার দিকে থেমে যায়। হঠাৎ এমন বৃষ্টিতে দুর্ভোগে পড়ে নগরবাসী।
নগরীর প্রধান প্রধান সড়কে সম্প্রসারণ কাজ চলতে থাকায় বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে যায় পথ।
খুলনার আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ নিউজবাংলাকে জানান, আকাশে মেঘ থাকায় খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে বৃষ্টি হয়। খুলনায় সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৩মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
তিনি বলেন, আকাশে মেঘমালা সৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি হয়েছে। রাতের মধ্যে আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।