কুমিল্লায় কাভার্ডভ্যানে ইয়াবা পাচারের সময় তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থিত করা হলে তাদের কারাগারে পাঠানো হয়।
রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল সকালে কুমিল্লার দাউদকান্দি থানার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উত্তর সেন্দি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে ইয়াবা পরিবহন করার সময় তিনজনকে আটক করা হয়। সে সময় সাত হাজার ৬৯০টি ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার ছরম্বা গ্রামের বদিউল আলম, জসিম উদ্দিন এবং কাভার্ডভ্যান চালক নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ভালাতোর গ্রামের হাসানুর রহমান।
র্যাব-১১-এর কুমিল্লার কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুস সাকিব জানান, আটক তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে করলে তারা জানান, দীর্ঘদিন ধরে তারা কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলা করে র্যাব। পরে আদালত তাদের কারাগারে পাঠায়।
মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।