বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিএইচপির গাড়ি অনলাইনে বিক্রি করবে মোটর ট্রেডার্স

  •    
  • ৭ ফেব্রুয়ারি, ২০২১ ২১:০৩

প্রোটন প্রিভে মডেলের গাড়ি দিয়ে গাড়ির বাজারে আসে পিএইচপি। তখন সব যন্ত্রাংশ আমদানি করে গাড়ি সংযোজন করা হতো। এতে খরচ বেশি পড়ত। পিএইচপি পরে সম্পূর্ণ সংযোজনের চেয়ে গাড়ির কিছু কাজ দেশেই করা শুরু করে।

দেশের অন্যতম গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের উৎপাদিত প্রোটন কার এখন থেকে অনলাইনে বিক্রি করবে মোটর ট্রেডার্স হোল্ডিং লিমিটেড।

রোববার বেলা ২টার দিকে চট্টগ্রাম নগরের বহাদ্দারহাটে পিএইচপি বিজনেস স্কয়ারে পিএইচপি অটোমোবাইলস লিমিটেড ও মোটর ট্রেডার্স হোল্ডিং লিমিটেডের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়।

পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ এবং মোটর ট্রেডার্স হোল্ডিংস লিমিটেডের অভিক আনোয়ার চুক্তিপত্রে সই করেন।

পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ বলেন, ‘অনলাইন প্লাটফর্মে মোটর ট্রেডার্স লিমিটেডের আমাদের প্রোডাক্ট বিক্রির সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমি।’

মোটর ট্রেডার্সের চেয়ারম্যান অভিক আনোয়ার জানান, পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পেরে তারা গর্বিত।

পিএইচপির গাড়ি তৈরির কারখানা চট্টগ্রামের সাগরিকায়। প্রোটন প্রিভে মডেলের গাড়ি দিয়ে গাড়ির বাজারে আসে পিএইচপি। তখন সব যন্ত্রাংশ আমদানি করে গাড়ি সংযোজন করা হতো। এতে খরচ বেশি পড়ত।

পিএইচপি পরে সম্পূর্ণ সংযোজনের চেয়ে গাড়ির কিছু কাজ দেশেই করা শুরু করে। তারা গাড়ির রং করার কাজ নিজেদের কারখানায় শুরু করে। পাশাপাশি কিছু যন্ত্রাংশও তৈরি শুরু হয়। এখন প্রোটনের চারটি মডেলের গাড়ি সংযোজন করছে কোম্পানিটি।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোটর ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক শাহ নাভিন আহমেদ, পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের হেড অফ মার্কেটিং মেজবা উদ্দীন আতিক, মোটরস ট্রেডার্সের ইরতিজা বশরসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এ বিভাগের আরো খবর