বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিজিবি মহাপরিচালকের টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শন

  •    
  • ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০১:১৫

বিজিবি মহাপরিচালকের সীমান্ত এলাকা পরিদর্শন বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান সন্ধ্যা ছয়টার দিকে শাহপরীর দ্বীপ বিওপিতে এক সংবাদ সম্মেলন করেন।

নতুন করে দেশে কোনো ধরনের রোহিঙ্গা অনুপ্রবেশ যাতে না ঘটে, সেদিকে কঠোর নজর রাখছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সে জন্য কক্সবাজারের টেকনাফে ২ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ও টহল কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম।

শনিবার দিনব্যাপী বাংলাদেশ-মিয়ানমারের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি।

এ সময় মহাপরিচালক টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টের বিজিবির সীমান্তের পোস্টগুলো (বিওপি) পরিদর্শন এবং বিজিবি কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কুশলবিনিময় করেন।

সীমান্ত এলাকা পরিদর্শন বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান সন্ধ্যা ছয়টার দিকে শাহপরীর দ্বীপ বিওপিতে এক সংবাদ সম্মেলন করেন।

সেখানে তিনি বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলামের সীমান্ত এলাকা পরিদর্শন সংক্রান্ত তথ্য গণমাধ্যমকর্মীদের জানান।

তিনি জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে টেকনাফ সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক।

সীমান্তে কর্মরত বিজিবি সদস্যদের মনোবল চাঙা করার জন্যই তাই এই পরিদর্শন বলেও জানান তিনি।

মিয়ানমারের সেনা অভ্যূত্থান বিষয়ে ফয়সাল হাসান খান বলেন, ‘মিয়ানমারে সম্প্রতি যে অভ্যুত্থানের ঘটনা ঘটেছে, তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের সীমান্তে বিজিবির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।’

সীমান্তে অতিরিক্ত কোনো বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়নি বলেও তুলে ধরেন তিনি।

ফয়সাল হাসান খান বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার টেকনাফ সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আমরা মিয়ানমার পরিস্থিতির ওপর নজর রাখছি। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।’

এ বিভাগের আরো খবর