বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাজারে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু

  •    
  • ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০৩

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে কাপ্তাই উপজেলার হরিণছড়া গুরাছড়ি মোহনলাল কারবারি পাড়া এলাকায় জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

রাঙামাটির কাপ্তাইয়ে বাজারে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১২ বছরের এক শিশু। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। নিহত প্রিয়ধন তঞ্চংগা কাপ্তাইয়ের হরিণছড়া বড়পাড়ার কংরেজয় তঞ্চংগার ছেলে।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে কাপ্তাই উপজেলার হরিণছড়া গুরাছড়ি মোহনলাল কারবারি পাড়া এলাকায় জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান আবদুল লতিফ।

আহতরা হলেন ৫৫ বছর বয়সী উপায়নন্দ ভিক্ষু (জ্ঞান বিকাশ বড়ুয়া), ৮০ বছর বয়সী কৈয় মালা তঞ্চংগা, ১১ বছরের সুফল তঞ্চংগা, ৪৫ বছরের মূল্যকুমার তঞ্চংগা ও ৪৭ বছরের পরান জয় তঞ্চংগা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি শনিবার কাপ্তাই বাজারে হাট বসে। বাজার থেকে বাড়ি ফেরার পথে ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তায় নম্বরবিহীন একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হয়।

কাপ্তাই থানার পরিদর্শক আতিকুল ইসলাম (তদন্ত) বলেন, ‘ঘটনাটি ঘটেছে কাপ্তাইয়ের দুর্গম এলাকায়। শিশুটির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত না করার অনুরোধ করলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের চিকিৎসক মিনহাজ বলেন, ‘শিশু প্রিয়ধন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন চিকিৎসাধীন।’

এ বিভাগের আরো খবর