চট্টগ্রামের চন্দনাইশ থেকে এক লাখ ইয়াবাসহ রবিউল ইসলাম টুটুল নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় ইয়াবা আনা-নেয়ায় ব্যবহৃত একটি পিকআপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
শনিবার সকালে চন্দনাইশের দোহাজারী এলাকায় অভিযানে ইয়াবা উদ্ধারের বিষয়টি পুলিশ জানিয়েছে।৩৬ বছর বয়সের রবিউল পাবনার সাঁথিয়ার গোপিনাথপুর উত্তরপাড়ার বাসিন্দা।চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, শুক্রবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে ইয়াবা পাচারের গোপন খবরে অভিযানে নামে পুলিশ। চন্দনাইশ থানার দোহাজারী সিটি সেন্টারের সামনে অস্থায়ী চেকপোস্টে একটি পিকআপ ও একটি প্রাইভেট কারে তল্লাশি করা হয়। এ সময় পিকআপ থেকে এক লাখ ইয়াবাসহ রবিউলকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, ‘এসব ইয়াবা কক্সবাজার থেকে ঢাকায় নেয়া হচ্ছিল। এই ঘটনায় চন্দনাইশ থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামি টুটুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’