বাঙালির উৎসবের অন্যতম একটি বসন্তবরণ। বসন্ত সামনে রেখে খুলনায় ৫২ নারী উদ্যোক্তাকে নিয়ে ফাগুন মেলার আয়োজন করেছে খুলনা অনলাইন সেলারস।
নগরীর হোটেল রয়্যাল প্যালেসে আয়োজনটি এরই মধ্যে সাড়া ফেলেছে। জমজমাট হয়ে উঠেছে কেনাকাটা।
তিন দিনের ফাগুন মেলাটি হচ্ছে নগরীর সাড়ে পাঁচশ অনলাইন উদ্যোক্তার মধ্য থেকে বাছাই করা ৫২ নারী উদ্যোক্তাকে নিয়ে।
মেলা আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন অনলাইন সেলারসের অ্যাডমিন লিন্ডা ফাতেমা তুজ জোহরা।
লিন্ডা জানান, ৫২ জন নারী উদ্যোক্তার ৫২টি স্টল নিয়ে ফাগুন মেলার এই আয়োজন। দ্বিতীয়বারের মতো খুলনাতে তাদের এই আয়োজনে ব্যাপক সাড়া পড়েছে, ফাগুন উৎসব খুলনার প্রাণের উৎসবে পরিণত হয়েছে।
আয়োজন থেকে তরুণ উদ্যোক্তাদের ভবিষ্যতে বড় উদ্যোগ নিতে সহযোগিতা করার কথাও জানান তিনি।
হোটেল রয়্যালের পরিচালক ফয়সাল ইসলাম বলেন, দীর্ঘদিন আমাদের হোটেল উন্নয়নের কাজ চলায় বন্ধ ছিল। কিন্তু তারপরও খুলনার নারী উদ্যোক্তাদের অনুরোধে আমরা তাদের অনুষ্ঠানে সহযোগিতা করেছি। এখানে স্বাস্থ্যবিধি মেনে সীমিতসংখ্যক দর্শনার্থীকে প্রবেশ করতে হচ্ছে।
দর্শনার্থীদের ভিড়ে খুলনায় জমজমাট নারী উদ্যোক্তাদের ফাগুন মেলা। ছবি: নিউজবাংলামেলায় রয়েছে নানা ধরনের খাবারের দোকান। সেখানে পাওয়া যাচ্ছে পিঠা, কেক, নানা ধরনের মিষ্টিসহ হরেক খাবার। যার সবই নারীরা বাড়িতে তৈরি করেছেন।
মেলা দেখতে আসা আজমীরি রওশন বলেন, ‘মেলায় অনেক ধরনের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি দেশি তাঁতের বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো সহজে পাওয়া যায় না। এই মেলায় তা পাওয়া যাচ্ছে।’
মালিহা তারাজ নামের আরেক দর্শনার্থী বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন পর এরকম একটা আয়োজনে আসতে পেরে খুব ভালো লাগছে, পরিবারের সঙ্গে এসেছি, কিছু পণ্যও কিনেছি।’
মেলায় আসা ছোট্ট মেয়ে ফারিয়া ইসলাম এসা ফাগুন মেলায় এসে কিনেছেন মেহেদি ও কেক।
নূরী ফ্যাশন অ্যান্ড ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী মদিনা মনোয়ারা জানান, তাদের হাতে তৈরি নকশার বেশ কিছু থ্রি-পিসসহ দেশি-বিদেশি থ্রিপিস ও কিছু ফুড আইটেম তারা বিক্রি করছেন। মেলায় ব্যাপক সাড়া পেয়েছেন। বিক্রিও ভালো।
অনলাইনের পাশাপাশি যদি মাঝে মাঝে বিশেষ দিনগুলোতে এ ধরনের মেলার আয়োজন করা হয়, তাহলে তাদের জনপ্রিয়তা আরও বাড়বে বলে জানান তিনি।