গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় দ্রুতগতির একটি মাইক্রোবাসের চাপায় চান মিয়া নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
শনিবার বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ি উপজেলার ড্রিমল্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন মাইক্রোবাসটি জব্দ করেন। তবে চালক পালিয়ে যান।
চান মিয়ার বাড়ি উপজেলার জগরজানি গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ঢাকা থেকে আসা রংপুরগামী ওই মাইক্রোবাস ড্রিমল্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত উঠে পড়ে। এ সময় চান মিয়াকে চাপা দেয়। এতে তিনি বুক ও পিঠে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।