বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব‌রিশা‌লে হাজ‌তির মৃত্যু

  •    
  • ৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:১৪

হৃদরোগে আক্রান্ত হলে বরিশাল কারাগার থেকে মোশাররফকে শের-ই-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লের আই‌সিইউ‌তে ভ‌র্তি করা হয়। সেখা‌নে শনিবার তার মৃত্যু হয়।

ব‌রিশালের শের-ই-বাংলা মেডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আই‌সি‌ইউ‌) চি‌কিৎসাধীন এক হাজ‌তির মৃত্যু হ‌য়ে‌ছে।

শ‌নিবার ভোররা‌তে মোশাররফ হোসেন নামের ওই হাজতির মৃত্যু হয়।

তার বাড়ি ভোলা পৌর সদরের তিন নম্বর ওয়ার্ডের শিয়ালবা‌ড়ি এলাকায়।

‌ব‌রিশাল কেন্দ্রীয় কারাগা‌রের সি‌নিয়র জেল সুপার প্রশান্ত কুমার ব‌ণিক জানান, মাদক মামলার আসামি হিসেবে গত বছরের ১০ ন‌ভেম্বর মোশাররফকে ভোলা কারাগা‌রে পাঠানো হয়। ৪ জানুয়া‌রি হৃদ‌রো‌গে আক্রান্ত হওয়ার পর তাকে ব‌রিশাল কেন্দ্রীয় কারাগা‌রে আনা হয়।

তিনি আরও জানান, বরিশাল কারাগার থেকে পরে মোশাররফকে শের-ই-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লের আই‌সিইউ‌তে ভ‌র্তি করা হয়। সেখা‌নে শনিবার তার মৃত্যু হয়।

মোশাররফের মরদেহ ময়নাতদ‌ন্তের জন্য একই হাসপাতা‌লের ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।

এ বিভাগের আরো খবর