হোল্ডিং ও সরবরাহ পানির মূল্য এলাকাভেদে আলাদা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম।
তিনি বলেন, ‘হোল্ডিং, পানির মূল্য যদি সব জায়গায় সমান হয় তাহলে তো হলো না। গুলশান অনেক উন্নত এলাকা। কিন্তু সেখানে অন্য সব এলাকার মতো ট্যাক্স। এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না।’
ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার কেন্দ্র পরিদর্শনে এসে শনিবার দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম এ কথা বলেন।
অল্প সময়ের ভেতরে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, এরই মধ্যে ৯৮ শতাংশ মানুষ এই সেবার আওতায় এসেছে।
মন্ত্রী বলেন, ‘পানির স্তর অনেক নিচে নেমে যাচ্ছে। এ কারণে আমাদের সারফেস ওয়াটারের কথা চিন্তা না করে উপায় নেই। একসময় চট্টগ্রামে পানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর থেকে চট্টগ্রাম শহরসহ সব জায়গায় পানি আছে। এমনকি ঢাকাতেও কোনো জায়গায় পানির স্বল্পতা নেই।’
মন্ত্রী জানান, গন্ধর্বপুর প্রকল্পের কাজ প্রায় শেষ। এই প্রকল্পের মাধ্যমে টেকসই পানির ব্যবস্থা করা হবে। আরও চারটি প্রকল্প করা হবে।
মন্ত্রী রাস্তার বিষয়ে বলেন, ‘কম টাকায় রাস্তা করলে সেই রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। আমরা দুই বছরের জন্য নয়, পাঁচ বছরের জন্য টেকসই রাস্তা করব। যৌক্তিকভাবে প্রকল্পের ব্যয় বাড়ানোর জন্য কমিটিও করে দিয়েছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান, প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহমুদুল ইসলাম, জেলা প্রশাসক মোস্তাই বিল্লাহ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার কেন্দ্র। ছবি: নিউজবাংলা
ঢাকা শহরের উত্তর-পশ্চিমাংশে পানি সরবরাহ পরিস্থিতি উন্নয়নসহ পরিবেশবান্ধব ও টেকসই ভূ-উপরিস্থ পানি সরবরাহের জন্য গন্ধর্বপুর প্রকল্পের কাজ শুরু হয় ২০১৫ সালে।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীর পশ্চিম পাশে বিশনন্দী এলাকায় স্থাপন করা হয়েছে প্রতিদিন ১০৫ কোটি লিটার পানি উত্তোলন ক্ষমতাসম্পন্ন ইনটেক। প্রথম পর্যায়ে এটি প্রতিদিন ৫০ কোটি লিটার পানি শোধন করে বাড্ডা, গুলশান, বনানী, উত্তরা, মিরপুর, দক্ষিণখান, উত্তরখান, মাটিকাটাসহ অন্যান্য এলাকায় সরবরাহ করতে পারবে।