গাজীপুরের কোনাবাড়িতে একটি বহুতল মার্কেটে আগুনে পুড়েছে রেস্তোরাঁসহ একাধিক দোকান।
কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকার ‘এক্সিলেন্ট সুপারশপ’ নামের বহুতল ভবনটিতে শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ জানান, ভোররাতে বহুতল ওই ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত। মুহূর্তেই ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন ছড়িয়ে পড়ে।
গাজীপুর, কালিয়াকৈর ও কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুনে ওই ভবনের একটি চায়নিজ রেস্তোরাঁ, একাধিক দোকান ও মালপত্র পুড়ে যায়। আগুনের কারণ ও তাতে ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।