খুলনার তেরখাদায় ডাকাতের গুলিতে শেখ জামাল উদ্দীন নামের একজন নিহত হয়েছেন।
উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামে শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জামাল ওই গ্রামের আবদুস ছাত্তার শেখের ছেলে।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার গভীর রাতে তেরখাদার আড়পাঙ্গাসিয়া গ্রামের মো. আব্দুল্লাহর বাড়িতে হানা দেয় ১৫ থেকে ১৬ জনের ডাকাত দল। পরিবারের সব সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে তারা। একপর্যায়ে আব্দুল্লাহ ও তার পরিবার চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে যান।
এর মধ্যে আব্দুল্লাহর খালাতো ভাই পাশের বাড়ির জামাল এক ডাকাতকে পেছন থেকে জাপটে ধরেন। সে সময় তাকে গুলি করে পালিয়ে যায় ডাকাত দল।
গুরুতর আহত অবস্থায় জামালকে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে খুলনা মেডিক্যালে তার মৃত্যু হয়।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ডাকাতদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।