হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শুক্রবার রাতে ঘরে ঢুকে ৬৫ বছর বয়সী এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত জাকিয়া খাতুন বানিয়াচং সদরের চৌধুরীপাড়া (ঠাকুরপাড়া) মহল্লার প্রয়াত হান্নান ঠাকুরের স্ত্রী।
খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, জাকিয়া খাতুন ও তার ছেলে বাড়িতে থাকতেন। শুক্রবার রাত ৯টার দিকে বাজারে যান তার ছেলে। এ সময় জাকিয়া খাতুন একা ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে বেশ কয়েকবার তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার ছেলে বাসায় ফিরে মায়ের মরদেহ দেখতে পান।
তিনি জানান, এ হত্যার কারণ জানা যায়নি, খতিয়ে দেখা হচ্ছে।