যশোরে ৩৬টি পরিযায়ী পাখি উদ্ধার করা হয়েছে। এ সময় তিন পাখি পাচারকারীকে আটক করা হয়।
শুক্রবার সকাল ১০টার দিকে যশোর-মাগুরা সড়কের খাজুরা ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মাগুরার সদর উপজেলার বগিয়া গ্রামের শেখ রাসেল, বালিয়াডাঙ্গা গ্রামের রাজ্জাক হাসান ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাঁকান্দা গ্রামের রুবেল হোসেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন জানান, অবৈধপথে ঢাকা থেকে সংগ্রহ করে যশোরের বাগাচড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য পরিযায়ী পাখি আনা হচ্ছে- এমন তথ্যে পুলিশ অভিযান চালায় বন্দবিলা ইউনিয়নে। সে সময় ইউনিয়নের তেলিধান্যপুড়া গ্রামের খাজুরা ফিলিং স্টেশনের সামনে থেকে গ্রিনল্যান্ডের হোয়াইট ফ্রন্টেড প্রজাতির ৩৬টি পরিযায়ী পাখি উদ্ধার করা হয়। আটক করা হয় তিনজনকে।