ঝিনাইদহের কালীগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরফান আহম্মেদ রাকিব নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে কালীগঞ্জ-গান্না আঞ্চলিক সড়কের কৃষি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরফান আহম্মেদ রাকিব কালীগঞ্জ পৌরসভার কলেজ রোডের আবু বক্কর মণ্ডলের ছেলে। তিনি যশোর আব্দুর রাজ্জাক কলেজের স্নাতকের (সম্মান) শেষ বর্ষের ছাত্র ছিলেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান মিয়া নিউজবাংলাকে জানান, রাকিব কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে গান্নার দিকে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ কৃষি অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাকিব ছিটকে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খান। এ কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।