অনন্ত পরিবারের সকলের অজান্তে খেলতে গিয়ে গনি মিয়ার পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলের দিকে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পানিতে ডুবে অনন্ত মিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলের দিকে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বটতলী গ্রামে এ ঘটনা ঘটে। অনন্ত মিয়া ওই গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, অনন্ত পরিবারের সকলের অজান্তে খেলতে গিয়ে গনি মিয়ার পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলের দিকে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পানি থেকে উদ্ধারের আগেই তার মৃত্যু হয়েছে।
ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।