সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিউজবাংলাকে নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির।
দুর্ঘটনার পর রাস্তার যান চলাচল ব্যাহত হয়। আধাঘণ্টা চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত মো. সজিবের বাড়ি বরিশালে। তিনি সুজুকি মোটরসাইকেল কোম্পানির ঢাকার বংশালের শো-রুমের টেকনিশিয়ান ছিলেন।
আটক কাভার্ড ভ্যান চালক জালাল উদ্দিনের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইড় থানার থানাপাড়া গ্রামে।
আহত মোটরসাইকেল চালক মো. সাব্বির জানান, তারা ঢাকা থেকে গাজীপুরে সুজুকির একটি প্রশিক্ষণ কর্মশালায় গিয়েছিলেন। ফেরার পথে পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যান তাদের পেছন থেকে চাপা দেয়। এতে সজিব ঘটনাস্থলেই মারা যান।
এসআই আল মামুন বলেন, স্থানীয়দের সহায়তায় কাভার্ডভ্যান চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
মরদেহ সাভার হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআই জানান, মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটি থানায় নেয়া হয়েছে। কাভার্ডভ্যান চালক আশুলিয়া থানা হেফাজতে রয়েছেন।