ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে বাঁচতে রেলসেতু থেকে লাফ দিয়ে পিলারে মাথায় আঘাত লেগে মারা গেছেন এক ইন্স্যুরেন্স কর্মকর্তা।
শহরের ভাদুঘরে কুরুলিয়া খাল রেলসেতুতে বৃহস্পতিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বেলায়েত হোসেন দুলালের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জের বাসুদেবপুরে। তিনি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া শাখার সার্ভিস সেলস ইনচার্জ ছিলেন।
আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, বেলায়েত রেলসেতুর উপর দিয়ে হাঁটছিলেন। ঢাকাগামী একটি ট্রেন কাছাকাছি চলে এলে বেলায়েত বাঁচার জন্য সেতুর পিলারের উপর লাফ দেন।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক এবিএম মুসা নিউজবাংলাকে জানান, বেলায়েতের দুই পা ভেঙে গেছে। তবে মাথায় প্রচণ্ড আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি সাকিউল।