মাদারীপুরে সাংবাদিক ও মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে প্রতারণার সময় তিনজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শিবচর পৌর এলাকার মজিবুর রহমান তালুকদার, মামুনুর রহমান বাবু ও আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, দুপুরে মাদারীপুরের আদালত চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতিবিরোধী সোসাইটি নামের প্রতিষ্ঠানের চেয়ারম্যান মজিবুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন ও ফাল্গুনী টিভির স্পেশাল প্রতিনিধি মানুনুর রহমান বাবু নামের তিনজন একটি জমিজমার মামলা নিয়ে প্রতারণা করছিলেন।
তারা বিচারকের মাধ্যমে রায় পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে কালকিনি উপজেলার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। তাদের কথাবার্তায় সন্দেহ হলে জেলার সাংবাদিকদের খবর দেন ওই ব্যক্তি। পরে সিনিয়র সাংবাদিকদের কথার জালে ধরা পড়েন তিনজন। একপর্যায়ে সদর মডেল থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে।
প্রতারণায় অভিযুক্ত তিনজনের কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ক্যামেরা, মাইক্রোফোন ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, আটক ব্যক্তিরা প্রতারণার মাধ্যমে টাকা উপার্জন করত। আটক তিন প্রতারকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।