বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  •    
  • ৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:১১

মৃতরা হলো ধামইরহাটের আগ্রাদ্বিগুন ইউনিয়নের ডারকা গ্রামের আরিফ হোসেনের নয় বছরের ছেলে মাহফুজার রহমান শয়ন এবং পাশের গগণপুর গ্রামের সাইফুল্লাহ শেখের ১০ বছরের ছেলে আলিফ শেখ।

নওগাঁর ধামইরহাটে দিঘিতে গোসল করতে নেমে আর উঠে আসতে পারেনি দুই শিশু।

পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। আগ্রাদ্বিগুন ইউনিয়নের ডারকা গ্রামে বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো, ওই গ্রামের আরিফ হোসেনের ৯ বছরের ছেলে মাহফুজার রহমান শয়ন এবং পাশের গগণপুর গ্রামের সাইফুল্লাহ শেখের ১০ বছরের ছেলে আলিফ শেখ।

স্থানীয়রা জানান, দুপুরে শয়ন ও আলিফের সঙ্গে কয়েকজন শিশু ডারকা দিঘিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা ড্রামে চড়ে জলাধারের মাঝখানে চলে যায়। সেখানে হঠাৎ ডুবে যায় ড্রামটি। এতে তলিয়ে যায় শয়ন ও আলিফ। তবে অন্য শিশুরা সাঁতরে পাড়ে ওঠে।

গুরুতর অবস্থায় শয়ন ও আলিফকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মমিন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে ধামইরহাট ও পত্নীতলা থানায় ইউডি মামলা হয়েছে।’

এ বিভাগের আরো খবর