বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘অনেকে বেলা ১২টাতেও অফিসে আসে না’

  •    
  • ৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:১৫

সিটি করপোরেশনের দক্ষ জনবলের অভাব উল্লেখ করে সুজন বলেন, ‘এখানে নিয়োগের নিয়মবালাই নেই। চট্টগ্রাম পৌরসভা থেকে সিটি করপোরেশন হয়েছে কিন্তু কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন হয়নি।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের অনেক কর্মকর্তা-কর্মচারী বেলা ১২টাতেও অফিসে আসে না বলে অভিযোগ করছেন সংস্থাটির সদ্য বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি বলেন, ‘এজন্য আমি তিন দিন সকাল সোয়া নয়টায় গেট বন্ধ করে দিয়েছি। তাতে অনেকে আটকে পড়েছিল। এরপর দেখি বাইরে অনেকে দাঁড়িয়ে আছেন।’

চট্টগ্রাম নগরের জামালখান ক্লাবে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিটি করপোরেশনে দক্ষ জনবলের অভাব উল্লেখ করে সুজন বলেন, ‘এখানে নিয়োগের নিয়মবালাই নেই। দক্ষ জনবলের বড় অভাব। চট্টগ্রাম পৌরসভা থেকে সিটি করপোরেশন হয়েছে কিন্তু কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন হয়নি।’

বিদায়ী এই প্রশাসক বলেন, ‘অনেকবার সংসদ সদস্য ও মেয়র পদে মনোনয়ন চেয়েছিলাম। বিবেচিত হইনি। ছয় মাসে সাধ্যের মধ্যে যতটুকু পারি দিতে চেষ্টা করেছি। সিটি করপোরেশন আমার জন্য নতুন কিছু নয়। এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে ১৭ বছর কাছাকাছি ছিলাম। ওনাকে দেখে আমার অভিজ্ঞতা হয়েছিল।’

তিনি বলেন, ‘আমার বড় চ্যালেঞ্জ ছিল পোর্ট কানেক্টিং রোড মেরামত করা। এর মধ্যে সড়কের পূর্ব অংশ কমপ্লিট করেছি। ছয় মাস যুদ্ধ করেছি। এলাকার অনেকের ভালোবাসা পেয়েছি, অনেকের গালমন্দ শুনেছি।

‘বেসরকারি কনটেইনার ডিপো বা ইয়ার্ডগুলো চট্টগ্রামের গলার কাঁটা। এসব ডিপো-ইয়ার্ডের কারণে নগরের প্রবেশমুখসহ বিমানবন্দর, কাঠগড় সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট হচ্ছে।’

গণমাধ্যমের সহযোগিতা চিরকাল মনে থাকবে মন্তব্য করে সুজন বলেন, ‘রাস্তাঘাট পরোটা নয়, ধুম করে বানিয়ে খেয়ে ফেলা যাবে। স্ট্যান্ড রোডের কাজ ৪০ ভাগ শেষ হয়েছে।’

নগরবাসীকে চটিয়ে ট্যাক্স আদায় করে শহর উন্নত করা যাবে না। তাদের বুঝিয়ে আনতে হবে। বিদ্যুৎ বিলের মতো ট্যাক্সও যদি বিকাশ বা অনলাইনে দেওয়া যায়, তাহলে আরও সহজ হবে।

তিনি বলেন, ‘এ শহরের সুবিধা যারা বেশি ভোগ করে তাদের থেকে কর আদায় করতে হবে। এ শহরের সুবিধাভোগী হচ্ছে বন্দর ও শিল্প খাতের লোকেরা। আমার সড়কে ২০-২৫ টন গাড়ি চালাবেন, তার বিনিময়ে কিছু দিবেন না, তা তো হয় না।’

সুজন বলেন, ‘শিক্ষা খাতে তিন কোটি টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে। মহিউদ্দিন চৌধুরীর পর স্বাস্থ্যব্যবস্থা নাজুক হয়ে পড়েছে৷ আমি চেয়েছি কিছুটা উন্নতি করতে।’

সুজন বলেন, ‘সিটি করপোরেশনে যে দুর্নীতি আছে তা নির্মূল করা না গেলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। মনে রাখতে হবে, চেয়ারে বসলে দলমত-নির্বিশেষে সকলের নগর পিতা। চেয়ারে যিনি বসবেন তাকে সচেতন হতে হবে এবং দুর্নীতিকে প্রশ্রয়ে দেয়া যাবে না।’

এ বিভাগের আরো খবর