আগুনে কেউ হতাহত হয়নি। তবে অনেক মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের সূত্রপাত জানতে তদন্ত চলছে।
চট্টগ্রামের নাসিরাবাদে গোল্ডেন গার্মেন্টসের জুট ও কেমিক্যালস গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গুদাম দুটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপসহকারী পরিচালক নিউটন দাস নিউজবাংলাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস বায়েজিদ ও আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, আগুনে কেউ হতাহত হয়নি। তবে অনেক মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের সূত্রপাত জানতে তদন্ত চলছে।