টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের চান্দারখাল থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে কেউ শিশুটিকে খালে ফেলে আসে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার বর্ণি ইউনিয়নের চান্দারখাল থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, বৃহস্পতিবার সকালে এক শিশুর মরদেহ খালে ভাসতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে কেউ শিশুটিকে খালে ফেলে দেয়।