নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডে গানবাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের ভাতিজা ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল।
এই ওয়ার্ডের ৯টি এলাকায় আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এতে দেখা যায়, কাউন্সিলরের উপস্থিতিতে এক ব্যক্তি বলছেন, বুধবার থেকে প্রতিটি মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও পঞ্চায়েত কমিটি বরাবর কাউন্সিলর কার্যালয় থেকে চিঠি ইস্যু করা হবে।
তিনি আরও বলেন, গানবাজনা না করার ব্যাপারে শুক্রবার জুমার নামাজেও আলোচনা করা হবে। আগামী শনিবার থেকে এই এলাকায় গানবাজনা করা সম্পূর্ণ নিষেধ। এই সিদ্ধান্তের কথা এলাকার প্রতিটি বাড়িওয়ালাকেও জানিয়ে দেয়া হবে।
সিদ্ধান্ত অনুযায়ী সানারপার, নিমাইকাসারী, বাগমারা, মাদানী নগর, রসুলবাগ, নূরবাগ, আর্দশ নগর, নয়া আটি, মুফতি নগর এলাকায় গানবাজনা নিষিদ্ধ থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত সোমবার সন্ধ্যায় বটতলা এলাকায় কাউন্সিলর শাহজালালের কার্যালয়ে সভা হয়। এতে ওয়ার্ডের বিভিন্ন মসজিদ কমিটি, পঞ্চায়েত কমিটি ও ওয়ার্ড উন্নয়ন কমিটির লোকজনও উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকায় গানবাজনার আয়োজনে নিষেধাজ্ঞার ঘোষণা দেন কাউন্সিলর।
কাউন্সিলরের সচিব ইমামুল হোসেন বলেন, জোরে জোরে গান বাজানোর কারণে কয়েক দিন আগে এলাকায় একজন অসুস্থ হয়ে পড়েন। এজন্য সোমবার মাগরিবের পর কাউন্সিলর কার্যালয়ে সভা হয়।
সভায় মসজিদ কমিটি, পঞ্চায়েত কমিটি, উন্নয়ন কমিটির লোকজনের সম্মতিক্রমে কাউন্সিলর শাহজালাল বাদল এলাকায় গানবাজনা নিষিদ্ব করেন।
ইমামুল হোসেন আরও বলেন, কাউন্সিলর কার্যালয় থেকে এই সিদ্ধান্তের চিঠি থানা-পুলিশসহ স্থানীয় মসজিদ, পঞ্চায়েত কমিটির লোকজনকে পাঠানো হবে। পরবর্তী সময়ে প্রতিটি বাড়িওয়ালাকেও এই চিঠি দেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে গানবাজনা নিষিদ্ধ করার ঘোষণা দেয়ার কথা স্বীকার করেন কাউন্সিলর শাহজালাল বাদল। বলেন, ‘সামাজিক অনুষ্ঠানসহ বাসাবাড়িতেও ডিজে পার্টির নামে রাতে এলাকায় অনেক যুবকেরা বিশৃঙ্খলা করে। এতে এলাকার বাসিন্দাদের নানা সমস্যায় পড়তে হয়। কয়েক দিন আগে ডিজে পার্টির কারণে নূরবাগ এলাকার মসজিদের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এজন্য সবার সঙ্গে আলোচনা করে গানবাজনা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসনের লোকজনের সাথে আলোচনা করা হবে।’
তবে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে তো গানবাজনা নিষিদ্ধ করা হয়নি। ব্যক্তিগতভাবে কেউ গানবাজনা নিষিদ্ধ করতে পারেন না। পুলিশ বিষয়টি জেনেছে, এ বিষয় বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে বন্দর উপজেলার কলাবাগ এলাকায় একটি মসজিদে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে ওই এলাকায় বিয়ে-সুন্নতে খৎনাসহ সামাজিক অনুষ্ঠানে গানবাজনার আয়োজন না করার ঘোষণা দেয়া হয়। কেউ গান-বাজনা করলে তাদের পরিবারের সদস্যদের বিয়ে কিংবা জানাজা পড়ানো হবে না বলেও ঘোষণা দেয়া হয়।
এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে উপজেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। পরে চাপের মুখে সিদ্ধান্ত থেকে সরে আসেন ওই মসজিদ কমিটির লোকজন ও স্থানীয় পঞ্চায়েত।